সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


             ।। পঞ্চপাণ্ডব।।
             দেবপ্রসাদ জানা

ধর্মরাজ যুধিষ্ঠির এতই ব্যকুল
বাজি রেখে গৃহবধু পড়েছিল ফাঁদে
ষড়যন্ত্রকারী কূট শকুনি মাতুল?
বীর পঞ্চস্বামী যার,তবু কেন কাঁদে?


পোষাকহীন পাঞ্চালী লজ্জায় ক্রন্দনে
কৃষ্ণ কৃষ্ণ ডাকে কেন বীর স্বামী যার
নিজেকে বাঁচাতে তিনি কিসের বন্ধনে
সখা কৃষ্ণ সখা কৃষ্ণ ডাকে বারবার।


মুখোশ পরা পাণ্ডব ধর্ম জ্ঞানী নর
সমাজের উচ্চপদে অধিষ্ঠিত যারা
আসল চেহারাখানা খোলো পর পর
জেনে গেছি সব গল্প নপুংসক তোরা।


সমাজের কতখানি মানি-গুণীজন।
জুয়ার কারনে তোরা স্ত্রী রাখিস পন?


                   ( দুই )


প্রমাণ করব আমি,সব হাতেনাতে।
বিবাহ নারীহরণ, তোমাদের নীতি
একে একে সব পাপ ঘাত প্রতিঘাতে
একে একে ফাঁস হবে, কত নারী প্রীতি


অনেক দেখেছি ধর্ম, হবে বিস্ফোরণ
দ্রৌপদীর পঞ্চস্বামী কুন্তির তবে কি
প্রথমে কর্ণ জারজ, পরে পাঁচ জন
তবু কখনো তোমরা লজ্জায় পড় কি?


তবুও তোমরা সতী,জগতের মাঝে
একেবারে গঙ্গাজল,শত আবর্জনা
কেন গো অসতী তবে ঐ নারী সমাজে
কেন তা একটু ভুলে, সমাজ মানে না


ফাঁস হয়ে গেছে সব কূট ষড়যন্ত্র
ব্যর্থ হয়েছে কুন্তির তান্ত্রিকের মন্ত্র।