লজ্জার কিছু নেই
একটা পাঁচশ টাকার নোট না হলে
আজকাল আর সংসার চলে না।
দিনকাল খুব খারাপ।
একে তো চৈত্র মাস তার ওপরে মহামারী।
স্তব্ধ পথঘাট,স্তব্ধ দৈনন্দিন জীবন যাত্রা।
প্রতিদিনের খাদ্যে পড়েছে টান।
কেউ আগবাড়িয়ে এসে বলবে না,
এই নিন পাঁচশ টাকা -
মানুষের আয়ু যে কখন কি
কে বলতে পারে?
বিস্ময় !
এখন আর সেই স্টেজ নেই শুধু গ্রীনরুম।
মেকাপ করে বসে থাকো পর্দা যখন উঠবে,
তখন শো।
লাল নীল হলুদ আলোর অপেক্ষা।
মৃতের স্তুপে শুধু আগুন দেওয়া কাজ।
ও ভাই তোমাদের লোক লাগবে?
শ্মশানে কি অনেক লোক?
একটা পাঁচশ টাকা খুব দরকার।
একদিনে তোমাদের কত দেয়
লাস গুলো পোড়াতে?
পাঁচশ টাকা দেয়? নাকি বেশী।
অ্যাপলিকেশন করতে হয় নাকি
শ্মশানের চাকরিতে?
নাকি সুপারিশ লাগে?
বলো না কি করতে হবে?
ঘুষ নিশ্চয়ই দিতে হয় না।
একটা পাঁচশ টাকা রোজ চাই যে।
বউ বলেছিল -
ছিঃ ছিঃ এত নিচে নামবে তুমি?
মড়া পোড়াবে।
কি করব বলো?
এখন ঐ কারখানাতেই উৎপাদন হচ্ছে।
বাকি সব বন্ধ।।