ভাবতে ভারি কষ্ট লাগে
এই তো গত বছর।
আমার প্রিয়া করবে এমন
পর পুরুষের ঘর।।
বুকের ওপর বিশাল পাহাড়
আগুন মাথার ওপর।
আমার প্রিয়া করছে দেখ
পর পুরুষের ঘর।।
কে বোঝে গো আয়লা ঝড়ে
প্রিয়াকে করেছে পর।
দরজা ঠেলে চমকে দেখি
কে? আমার প্রিয়ার ওপর।
ফাগুন মানে কাল বৈশাখী
বৈশাখ মাসে ঝড়।
আমার প্রিয়া চলে গেছে
পর পুরুষের ঘর।
ঝুমঝুমিয়ে বৃষ্টি হলে
আসে না প্রিয়া ঘরে।
আকাশে মেঘ বজ্রাঘাতে
আমার ওপর পড়ে।।
ধরিনি তার দোষ গুন আর
কলঙ্কিত তার মন।
আমার প্রিয়া হারিয়ে গেছে
ফেরেনি যে এখন।।
জানি না কেন বিষাদ লাগে
তার দেহ মন।
সঙ্গ কেন দেয় না সে
এ কেমন আচরণ।
অঙ্গ আমার সঙ্গ  ছেড়ে
যাচ্ছে চলে হায়।
আসেনি সে আমার কাছে
কত পড়েছি পায়।
===