।।পরাগ রেনু।।
দেবপ্রসাদ জানা
১৯.০১.২০২১


মিষ্টি প্রভাতেরা এসে,বলুক তোমায় -
ফুলগুলো সব ফোটে,তোমারই জন্য
রয়েছে সুবাস মাখা,ফুলেদের গায়
যদি তুমি এসে ধরো,ফুল হবে ধন্য।


তোমার আড়ালে দেখি,ফুল কথা বলে,
ভোমরের পায়ে তার,লেগেছে পরাগ।
পায়ের পরাগ যেন,লাগে সেই ফুলে।
ভালোবেসে যেই ফুল,করবে সোহাগ।


তুমি এসে সেই ফুল,তোলো যদি ভুলে,
কেমনে পরাগ পাবে,ভাবনা অনেক।
তোমার আড়ালে তাই,ফুল কথা বলে,
ভোমরা বসবে এসে,ঘটবে নিষেক।


তোমাকে ডাকার আগে,ডাকে ভোমরাকে
প্রেমের পরাগ যেন, দেয় প্রেমিকাকে।