তুমি আমার প্রাণেশ্বরী
তুমি আমার দিনমনি।
তুমি আমার হৃদয় পরে
ভালো বাসার সোনার খনি।।
একটু খানি কষ্ট হয়
ভেবে ভেবে মনটা।
তবু আমি সব ছেড়ে
হয়েছি যে সন্টা।।
তোমায় নিয়ে ভাবি অনেক
ভালো মন্দ সব যে।
কেন ভুলে যাই না
মন্দের ভার যে।।
একটু খানি সময় দাও
সব ভুলে যাবো।
জানি আমি সব দিয়ে
তোমায় ফিরে পাব।।
যা করেছ যা দিয়েছ
মোর বুকে কষ্ট।
বুক কেটে ফেলে দেব
যদি হই নষ্ট।।
দিব্বি তোমার ওগো সোনা
ভুলতে পারি না।
তোমার মত হতে পারলে
মন্দ হতো না।।
কিন্তু আমি একটি দিনও
তোমায় ছাড়ি নি।
কারোর পরে মন রেখে
চলতে শিখিনি।।
এক এক করে সকল বাধা
দূর করে দেবো।
তোমায় নিয়ে শ্মশানঘাটে
একই সাথে শোবো।
এত কথা বলছি তাও
কষ্ট মনে আছে।
যখন তখন কথা গুলো
মনে মাঝে ভাসে।।
হয়তো তুমি সেই দিন গুলোতে
অনেক সুখী ছিলে।
আনন্দে কাটত তো দিন
কিছু সুখতো পেলে।।
সকিয়ার থেকে প্রিয়া
পরকীয়া মিষ্টি।
আমি নয় আমি নয়
ভগবানের সৃষ্টি।।