আমি তোমার কাছে বিশ্বাস করে,
বিশ্বাস জমা রেখেছিলাম।
আজ আমি ভালো নেই,
কারণ তুমি জানো।
যে বিশ্বাস আমি জমা রেখেছিলাম তা তুমি হারিয়েছ।
ওটা যে আমার অমূল্যরতন।
আমার মুলধন।
ওটা আমার সারাজীবনের উর্পাজন।
আমি যে নিঃস্ব হয়ে গেলাম।


জীবনের প্রতিটি গল্প ভূমিকাহীন।
প্রতিটা লাইন পড়ে ফেলা অনেক সহজ।
কিন্তু বোঝা এত সহজ নয়।
কঠিন।
বড় কঠিন-
আরো হয়ে যায় যখন কেউ পড়ার আগেই বুঝে যায়।
আর যে বোঝে সে একমাত্র ভগবান।
ঘুম থেকে উঠে বিনা কারণে
সুপ্রভাত বলো তুমি।
তারপর বিনা কারনেই ঝগড়া করো।
আমার হৃদয় বলে ওটা ঝগড়া নয় ওটা প্রেম।
ওটাই যদি প্রেম হয় তাহলে বৃথা কেন সুপ্রভাত বলো তুমি।


যদি মৌন থাকি কথা না বলি।
বউ বলে তুমিতো কথাই বলো না।
তোমার সময় নেই।
যদি কথা বলি, বউ বলে বড় মুখরা তুমি।
একটু কম কথা বলো বয়স হচ্ছে।
এখন ভদ্রলোক হও। চিন্তা ভাবনা করে কথা বলো।
যদিও সেটা তোমার হবে না। ওটা একটা শিল্প।
আমি বলি মৌন থাকা সাধনা।
ভোলানাথ শিব করতেন।
যদিও বউয়ের ভয়েই।
সেই ধারাই বর্তমান।
==