।।প্রেমে পরাধীন।।
  দেবপ্রসাদ জানা
    ০২.১১.২০২০


ভেবেছ কি,লালশাড়ি আর লাল টিপে,
আমার মনের মধু, নিয়ে নেবে তুমি?
নিয়নের নীল আলো,আর গন্ধ ধুপে,
আপন করে নেবে কি,রুক্ষ ওষ্ঠ চুমি!


ওই আঁচলে লুকানো,অমূল্যরতন।
লোভী নয়ন টানছে,সেইদিক পানে
ফুলের গন্ধে মাতাল,করলে চরণ।
কত কথা চুপিচুপি,বলে সাধারণে।


তন্দ্রাচ্ছন্ন হয়ে এল,দেখে মধ্য দেশ
বাতাস যেন করছে খেলা,অকারণে।
স্পর্শ তোমায় চমকে দিল? বেশ বেশ।
বুকের আঁচল দিচ্ছো,ফেলে আনমনে।


আদরে আদর দিলে,ধরে সারাদিন।
উষ্ণ ভালোবাসা পেতে,হই পরাধীন।