প্রেমের চাতক
দেবপ্রসাদ জানা
৮.৮.২০২১


ভালোবাসা কারে বলে?বলব তোমায়।
ছড়িয়েছে মায়াজাল, সারা বিশ্বজুড়ে।
দুটি মন একসাথে , একত্রে ভাবায়,
সুখে-দুখে কাটে কাল,একান্ত অসাড়ে।


চোখ তুলে দেখো চেয়ে,গগনে তোমার।
নীল আকাশে উড়তে,বিহঙ্গের দল।
স্নিগ্ধ বাতাসের বুকে ভাসে গন্ধ তার।
অজানা বাতাস লাগে,উড়িয়ে আঁচল।


নক্ষত্রে চাতকপক্ষী,বারি পানে চায়।
উড়ে আসে মেঘমালা,বৃষ্টি সাথে নিয়ে
তৃষ্ণার্ত চাতক যেন,সঙ্গী খুঁজে পায়।
ফুটেছে প্রেমের ফুল,দেহের আলয়ে।


সাগরে প্রেমের ঢেউ,দিগন্তে হারায়।
ভরা প্রেমে ভরানদী সেলাম জানায়।