প্রেমের ইতিহাস
দেবপ্রসাদ জানা
১৮.৭.২০২১


রক্তে রাঙা ইতিহাসে,প্রেমের প্রসব।
ব্যথায় জন্মাল প্রেম,সঙ্গী ভালোবাসা।
পরিবর্তন স্মরণে,টিকে আছে সব।
বেহাল কালের গতি,ভেঙ্গে দিছে বাসা


এখানেই শেষ নয়,যুগ যুগ ধরে।
ব্যবহারে লুপ্ত নয়,এ প্রেমের ডোজ।
সময়ের কালস্রোতে,পরকীয়া করে।
সুপ্ত হোক,গুপ্ত হোক,প্রেম আসে রোজ।


বসন্ত বাহার আছে,লুকিয়ে দেখার,
পূর্বাহ্নে রোপণ করো,প্রেমের অঙ্কুর।
মিলিয়ে হাত, মিলন হোক বারবার।
অঘোষ স্বরে ঘোষণা হোক,নবাঙ্কুর।


প্রগতির পালে বায়ু,ঘনিভুত হলে।
সিদ্ধ স্বার্থবান ওঠে,প্রেমের আঁচলে।