।।প্রেমের কবিতার।।
  দেবপ্রসাদ জানা
     ৩০,৫,২০২০
সবুজ যেন আজ বিশ্রাম নিচ্ছে
ঝড় এসে আজ বিরক্ত করছে না তাকে
ভাঙ্গা ডাল পালা গুলো কে,
আজ একটু মলম দিয়ে সাজিয়ে রাখছে সবুজ।
পড়ে যাওয়া সবুজপাতা গুলোর শোক
এখনো ভোলে নি সবুজ।
শোকে দুঃখে বাতাসের সঙ্গে কথা বলতে চায় না আর।
কত অনুনয় বিনয় করেছিল
সবুজ তবু শুনতে চায় নি অবুজ বাতাস।
শোনে নি তার প্রার্থনা।
কি করে শুনবে? সবুজের সাথে কাল বৈশাখের
খুব ঝগড়া।
আজ আর সে অবস্থা নেই। প্রজাপ্রতি আর ফড়িং
চুমু দিচ্ছি লাজুক মনে।
পাহাড়ের গায়ে আজ মেঘের চাদর নেই।
সকালের সূর্য প্রেমে পড়েছে আবার।
সবুজ হাসছে তার রকম সকম দেখে।
কাঞ্চনজঙ্ঘা ঘুমের ঘোরে জড়িয়ে ধরেছে মিঠে রোদ।
কী করি আজ? আজ যে কোন রুক্ষতা নেই মনে।
তাই কলম ঢেউ তুলে প্রেমের কবিতা উঠে দাঁড়ায়।