।।প্রিয়তমা প্রকৃতি।।
কলমে -দেবপ্রসাদ জানা
       ১৮,৫,২০২০
বিশ্বপিতা সূর্যদেবের লেখা একটা চিঠি।।
প্রিয়তমা প্রকৃতি,
বহুদিন হয়ে গেল তোমার কোন খবর আমাকে দাও না।
জানি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক,
দেখো আমি তোমাদের থেকে সাড়ে ন হাজার মাইল দূরে।
সব সময় এত দূর থেকে তোমার খবর নেওয়া
সম্ভব হয়ে ওঠে না।
তা বলে আমি তোমাকে ভুলে যাই নি।
প্রকৃতি তুমি ভালো আছো তো?
আর তোমার ছেলে মেয়েরা তারা?
রোদ্দুর,বাতাস,আর ঋতু? আর তারা?
কেমন আছে?
আর তোমার নাতি নাতনিরা?
গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত,শীত বসন্ত।
ওরা যে বড় দুরন্ত।
পৃথিবী আর তুমি ঝগড়া করছ না তো?
দেখো মনমালিন্যে কি হবে?
শুনেছি পৃথিবীর ছেলেমেয়েরা
এক মারন রাক্ষসের কবলে পড়েছে?
উদ্ভিদ আর মানুষ।
উদ্ভিদের নাকি ভীষন বিপদ।
দাবানলের মতো এক আপদ,
বাসা বেঁধেছে তার ঘরে।
যখন তখন আষ্টেপৃষ্টে ধরে।
তার ওপর দুজনের লড়াই তো সারাজীবন।
তুমি একটুও করতে পারো না শাসন।
এত বুদ্ধি ধরে মানুষ, বিপদ জেনেও
গাছ কেটে জড়ো করে।
বিপদটাকে জড়িয়ে ধরে।
যতবার বলা হচ্ছে বাইরে বিপদ ঘুরছে।
কঠিন ভাইরাস টপাটপ মানুষ মারছে।
তবু শুনছে না তাই তো?
জানি তোমার একার দ্বারা সম্ভব নয়।
আসলে বিষন্নতায় ছুঁয়ে গেছে মন
তাই খিদে বেড়ে গেছে,  মৃত্যুর খিদে।
একদিন আসবে যেদিন শুন্য হয়ে যাবে
তোমার কোল।
এখনো পৃথিবী বাধ্য ছেলের মতো  আমার চারপাশে ঘুরছে। একদিন থেমে যাবে সেও।