।।প্রজাতন্ত্রী।।
দেবপ্রসাদ জানা
  ২৬.০১.২০২১


দেশের প্রতি কতটা ভক্তি,আছে জ্ঞানী
হাতে জাতীয় পতাকা, ধরিস আদরে
কে আর বুঝেছে ওরে,এ দেশের বাণী?  
যারা বুঝেছিল তারা, শ্মশানে কবরে।


তন্ত্রহীন প্রজাতন্ত্রে এ দেশের গুনী।
সকলেতো পরলোকে,নিরুদ্দেশে কেউ।
আছে শুধু কতগুলো, শৃগাল শকুনি।
সে কথা ভাবলে ওঠে, সাগরের ঢেউ।


হৃদয় ছাপিয়ে উঠে,চোখ ভরা জল।  
প্রাণভরা হাহাকার,না খাওয়া পেট।
হাতে নিয়ে তিন রঙা,উদরে অনল।
প্রজাতন্ত্রের বিস্কুট,অতিমুল্য ভেট।


বিলাস ব্যসনে নিত্য,স্বার্থসিদ্ধি যার।
কুচকাওয়াজ -তার ঘরে প্রতিবার।