আমি আর্তনাদ করি ভয়ে
তোমার ভয়ে।
আগুন লেগেছে গায়।
প্রকৃতি বলিদান চায়।
সবুজে আগুন।
অ্যামাজন পুড়ে ছাই।
কারো কোনো হেলদোল নাই।
এক একটা জীবন শেষ হচ্ছে
সেখানে।
অর্থনীতি তে আগুন।
টাকার মুল্য ক্রমশ আকাশ ছোঁয়া।
হেলদোল নেই শাসকের।
কর্মহীনতায় যুব সমাজ।
শিল্পহীন সারা দেশ।
ভবিষ্যৎ অন্ধকারে।
আমি আর্তনাদ করি ভয়ে।
কি ভয়ঙ্কর এক মুহূর্তে -
আকাশে কালো ধোঁয়া।
সমাজে কালো টাকা।
ইতিহাস কালো বাতাসে ভর করে ভাসছে।
কুৎসিত এক চক্রান্ত।
উপর তলায়।
কোথাও অনাবৃষ্টি
কোথাও অতিবৃষ্টি
কোথাও বন্যা
আতঙ্ক।
পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত।
মাটি ফেটে চৌচির
প্রকৃতি বলিদান চায়
যে অত্যাচার
প্রকৃতির ওপর হচ্ছে
বাতাসে অগুনতি পলিউশন
বাতাসের জাত নষ্ট
অকারণে -
সবুজের হত্যা        
শহরে অবাধে জল নষ্ট
আজ হাহাকারে মানুষ
কেন?
উত্তপ্ত পৃথিবী।
মৃত্যু মুখী।
অস্থির বাতাস
চরিত্রনষ্ট হয়েছে তার
বিনা কারণে
নীলাকাশে ঘন কালো ধোঁয়া
প্রকৃতি
প্রতিশোধ চায়
তোমার আমার ওপর
সবুজ হত্যার প্রতিশোধ
শব্দ? তাকেও রেহাই দাওনি কেউ
পাহাড় কেটে প্রাসাদ
বন কেটে প্রাসাদ
তরঙ্গ ছিঁড়ে কুটিকুটি
তার বেদনায়
সমুদ্র কুলসিত
নদী দিশাহারা
তার সন্তানেরে অকালে -তাই
প্রকৃতি বলিদান চায়।