আমি যতটা ভালোবাসা দিতে পারি।
তা নিতে পারবে কি তুমি?
কখনো না পারবে না।
পারনি কোনদিন।
কেন?
তা আমি জানি।
কর্তব্য করেছো।
করপুটে আমার হৃদয়খানি রেখে -
এদিকে ওদিকে ঘুরিয়ে
পরখ করেছো।
কোনো এক অজানা সন্দেহে -
তোমার মনকে -
আমার কাছ থেকে দূরে
বহু দূরে -নিয়ে গেছো
তোমার অজান্তেই।
সবই হারিয়ে যায় –  
হাসি,কান্না,
আদর, সোহাগ,
রাগ অনুরাগ ও।
ব্যথা?
না তা হারায় না।
বুকে বড় ব্যথা
বুঝলে।
যে ভয়ঙ্কর স্মৃতি তুমি
আমার হৃদয় গভীরে রোপন করেছো,
তা আজ বৃক্ষ, বট বৃক্ষ।
তার  অবশিষ্ট কিছু-
এখনো মন টাকে পোড়ায়।
জ্যোৎস্নায়  ভেজা
সুন্দর রাত গুলো
আজো মনে পড়ে।
কখনো মনে হতো
জাপটে ধরি।
ধরিনি।
আজ আপন করে নিতে চাও?
সত্যি !
অনেক ভালোবাসা আজো
দিতে পারি।
অঙ্কুরেই যে ভালোবাসার
মৃত্যু হয়েছিল।
আজ আবার জীবিত।
তাই নবীনবরন?
অন্ধকারময় জীবনের
অবসান চাও?
দিলাম।
দূর হোক যত অবসাদ গ্লানি
সম্পর্কের কচিপাতা গুলোকে
সবুজ হতে দাও।
এতো সহজ !
বেদনা ভরা কোষ গুলো
নিজ হাতে উপড়ে ফেলতে দাও।
মৃত্যুর আগে।
যাতে ভালোবেসে
তার প্রস্তর স্থাপন করতে পারি
তারপর।
কাছে নেওয়ার ক্ষমতা অর্জন করো।
কোনারকে অকৃত্রিম প্রস্তর চিত্রের মতো
ভালোবাসার ভিত্তি
স্থাপন করতে দাও।
তখন চিরস্থায়ী হাসি নিয়ে এসো।
আমি অপেক্ষায় রব।
  
======