প্রতিধ্বনি
দেবপ্রসাদ জানা
২৩.১০.২০২১


অন্তরে প্রতিধ্বনি হলে বুঝি-
নিথর নীরবতায় কাঁপছে পৃথিবী।
অবিরাম বজ্রপাতে, নীলাভ আলো-
আছড়ে পড়ে পৃথিবীর বুকে।
শব্দ পিছিয়ে পড়ে।
সময়ের দৌড়ে,আলো অনেক এগিয়ে থাকে।
ঠিক ভাবনার মতো।
একছুটে পৃথিবীর একপ্রান্ত থেকে-
আর এক প্রান্তে।
ছুটে চলে মন,আলোর গতিতে,
আত্মা পেছনে থেকে যায়,বরাবর।
আর বোধ, বোধের ভিতরে- অবোধ।
ভিতরে জেগে ওঠে, শুন্যতার পাহাড়।
শুধু বিন্দু বিন্দু অস্ফুট চোখের জল।
বিবেকের অন্তরযাপনে,
হতাশায় অস্থির আত্মার পাখিটা।