ঢাকের কাঠি     দিচ্ছে চাটি
       কুড় কুড়া কুড়।
মা এলো          নাড়িয়ে কুলো
         বরণ ভরপুর।
ঘোড়ার পিঠে     রাগের চোটে
        মা এলেন এবার।
বাজিয়ে মাদল        বৃষ্টি বাদল
          করছে ছারখার।
খরা বন্যা              স্নেহ ধন্যা
           লক্ষ্মী সরস্বতী।
পায়ে কাদা        কাপড় সাদা
          বড়ই হলো ক্ষতি।
সাঁতার দিয়ে       ইঁদুর গিয়ে
          বেদী পরে বসে।
ময়ূর নাকি         জাতীয় পাখি
        বসেনি তার পাশে।
নীল আকাশে       হিক্কা আসে
            বৃষ্টি সারাদিন।
কার্তিক গনেশ       সঙ্গে মহেশ
           অসুর অর্বাচীন।
সিংহ গিয়ে          পা গুটিয়ে
          মহিশটাকে ধরে।
গভীর রাতে        দশটি হাতে
           অস্ত্র নিয়ে চড়ে।
মা ষষ্ঠী               ভরা বৃষ্টি
            সপ্তমী অষ্টমী।
পুজো সন্ধি         হবে বন্দী
            নবমী দশমী।
হাতে কাদা       পায়ে কাদা
       মাকে দেখার চোট।
মাথায় ছাতা       পরমপিতা
     দাঁড়িয়ে বাঁকায় ঠোঁট।
বৃষ্টি মাথায়      যাবো কোথায়
      টিভির সামনে বসি।
উত্তর থেকে       দক্ষিণ দেখে
        মনে মনে হাসি।
              ===