।।আর একটা বৃষ্টি নামুক।।
     দেবপ্রসাদ জানা
        ১৫.৬.২০২০


আর একটা বৃষ্টি নামুক এমন,
আকাশ ঘিরে কালো মেঘ
আরো একটা ঝড় উঠুক
হাজার খানিক বাজ পড়ুক
পুড়ে যাক দাবানলে,এই বিষাক্ত এই পৃথিবী।


ঝড় উঠুক,নিষিদ্ধ এই শহরে।।
লাখো লাখো অসভ্য বেদনায় ভরা এই শহর
মুক্ত হোক, ভালোবাসা আসুক নতুন সূর্যোদয় হোক
সেই ভোরের অপেক্ষায়,


চোখ ভিজে যাক একবার জীবনের।
অভিশাপের রং ধুয়ে যাক সব।
ফিকে হয়ে যাক না একবার বসন্ত।
নতুন রঙ লাগুক না আবার পলাশের গায়।


সন্ধ্যা নামুক ঘনকালো করে পৃথিবীর বুকে
রাত হোক গভীর ফুটপাথে, বৃষ্টিপাতে
ধুয়ে যাক দারিদ্র্য, বন্যায় হারিয়ে যাক বিভেদ।
পেট ভর্তি খাবার হোক রোজ।


দিগন্ত প্রান্তর ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের ফুল ফুটুক।
জলকাদা মেখে দামাল ছেলে, মেঠো পথে।
নত চোখে নত মস্তকে, শিক্ষকের চরণ চুমুক।
জীবনের স্রোত ঠেলে নতুন বীজ অঙ্কুরিত হোক আবার।


আমি চাই ধ্বংস হোক যুদ্ধ থেমে যাক
আগ্নেয়াস্ত্র মারনানু পরমানু সব ফুল হয়ে ফুটুক।
একটা নয় হাজার সূর্যের, হাজার চন্দ্রে পৃথিবী হোক এবার।
বিনাশ নিয়ে আসুক রঙিন বসন্ত ।।


জেগে উঠুক গ্রাম এই শহর, এই পৃথিবী
রক্তের ভিতরে জাগরণ হোক,
ধর্ম বর্ণ গন্ধপীড়া আর্তনাদ করুক আকাশে বাতাসে।
পৃথিবী হোক আরো সুন্দর, আরো প্রকৃতিময়,
সত্যসুন্দর।