।।রবীন্দ্র রূপ।।
দেব প্রসাদ জানা
  ০২.১০.২০২০


আহা কি বাহার ওই, বাবড়ি চুলের-
রবি ঠাকুর,আঁধার কালো মৃগ আঁখি।
আজানু লম্বিত বাহু,বাড়িয়েছ নাকি?
তোমার রূপের প্রভা,কুসুম দলের।


কবিতা তোমার গুরু, গভীর সাগর।
ডুব দিয়ে তল কেন,খুঁজে পাবো বলো?
গল্প কথা নাট্য গীতি, সাহিত্য নগর।
কার কাছে পাই এত,জোছনার আলো।


আহা কি মনের ভাব, নিকেতন বাসি
শান্তি যেথা,জোর করে আসি,বসবাস-
করে,বকুলের বনে। গানে গানে হাসি-
কলতান করে। ভেজা শিশিরের ঘাস।


প্রেমে পড়ে যাই তব,স্নিগ্ধ রূপ হেরি ,
দাও কবি,দাও মোরে,সাহিত্য নগরী।