।। রাখি বন্ধন।।
   দেবপ্রসাদ জানা
        ৪.৮.২০২০
(কখখক কখখক গঘগঘগঘ
অষ্টক ষষ্টক পেত্রার্কীয় রীতিতে )


কই পেলে নাতো হাত রাখি বন্ধনের
সব হাতে রক্ত মাখা,লাল লাল রক্ত
কোথায় পরাবে রাখি,বোঝা বড় শক্ত
হলুদ সবুজ সুতো, ফোঁটা চন্দনের


বিধাতার হাতে গড়া সুধা অমৃতের
বন্ধন অটুট হোক হৃদকম্প মুক্ত
পাপে তাপে ভরা হাত কালিমায় যুক্ত
কবি গুরু ডাক দিছে বঙ্গ বন্ধনের


স্মৃতি বিজড়িত দিন,মনে সারাক্ষণ
ইতিহাস ডাক দেয় সততার পথ
পথে পথে নিরজনে না হয় ধর্ষন
সত্যের রাস্তায় চলে বিজয়ের রথ
পরামর্শ দিল যিনি সেই গুনীজন
সব ঠিক হয়ে যাবে  বলে মনোরথ