।।রক্তবমি।।
দেবপ্রসাদ জানা
    ৯.৮.২০২০
কখন কলম রক্ত বমি করে জানো
যখন তোমরা বিষ বাতাসে ছড়াও
জীবনের রেসকোর্সে দুষ্টু ঘোড়া আনো
রাজপথে নারীদেহ অনায়াসে পোড়াও


দুরাত্মার খিদে বাড়ে যখন আকাশে
ধুমকেতু ডাক দেয়, মৃত্যু আসে ধেয়ে
কলম তখন রক্ত বমি করে বসে
উন্মত্ত লেখনী লেখে ছাড়পত্র পেয়ে।


চুপকরো কবিবর ওরা যে পশ্চাতে
অাগ্নেয়াস্ত্র হাতে আছে তুমি সাবধান
কলম কবে বধির হয়েছে ভয়েতে
কবে মূক থেকে গেছে, ইতিহাস চান।


মসি ইতিহাস লেখে হয়নি অতীত
হাজার আঘাত পেয়ে হয়নি পতিত।