রাস্তা এত ফাঁকা কেন?
ও পথিক ভাই।
দমদমে কি ঘটেছে যেন
খবর সঠিক নাই।।
নাও না খবর দেখোনা ভাই
বড় ভয় লাগছে মনে।
মেয়ে গুলোকে স্কুল দেব
বলো না একটু জেনে।।
লোক নাই গাড়ি নাই
নাই ট্রাফিক পুলিশ।
গাছের পাতাও নড়ছে নাকো
রাস্তা যেন পালিশ।।
ধর্মঘট কি ডেকেছে কেউ
দাদা কিংবা দিদি।
মেয়ে গুলো স্কুল যাবে
মারপিট হয় যদি।।
সূর্য যেন লুকিয়ে আছে
ভয় পেলো নাকি?
মেঘের আড়াল থেকে দেখে
সূয্যি মামা একি?
কালকে নাকি রথের মেলা
ও পথিক ভাই।
পথের পরে দাঁড়িয়ে আছো
কাজ কি কিছু নাই?
নাও না খবর কেন এমন
ফাঁকা রাস্তা যায়।
পেলে খবর সঠিক কিছু?
দেখ এদিক ওদিক চায়।
সাইকেল নেই বাইক নেই
নেই রিক্সা ওলা।
কোন কাবের খোঁজ নেই যে
না ওবের না ওলা।
অতটা পথ যাবো ভাই
খবর একটু দাও।
ফাঁকা কেন রাস্তা গুলো
যদি খবর পাও।।
হ্যাঁ পাওয়া গেল সঠিক খবর
ইয়ারর্পোটের কাছে।
ষোলো চাকার লরীর ভেতর
বাইক ঢুকে গেছে।।
দুটি বাচ্চা স্কুলে যায়
বাপে চালায় বাইক।
ফেসবুকে এই ছবি দেখি
অনেক দিছে লাইক।।
দুটি মেয়ে ছোটো বড়ো
বাপের কোলের ভিতর।
দু হাত দিয়ে জড়িয়ে আছে
বাবা তাদের ওপর।।
হায়রে হায় দেখ দেখি
বাবার কান্ড খানা।
নিজের লাগবে ভাবে নি সে
তাই জড়িয়ে আছে কিনা।।
যাবার আগে ভাবুন না ভাই
কেমনে যাবেন একা।
সুধু সুধু পাবেন না ভয়
রাস্তা পুরো ফাঁকা।।
একটু আগেও জ্যাম ছিল
এখন পুরো খালি।
একটু দেরি করলে বোধ হয়
হয় না এমন ডেলি।।
তাড়া থাকে প্রচুর তাড়া
স্কুলে হয় দেরি।
তাই তো দাদা চালাতে হয়
একটু বেশি গাড়ি।।
যাবেন না দাদা স্কুলে
রাস্তা ডাকে ঐ
আর যাব না পথিক দাদা
আমি ঐ যে শুয়ে রই।
===