সে এক অন্ধকার রাতের
কেড়েছে প্রান।
নিয়নের আলো।
অন্তিম ঘন্টা
ঠিক সাড়ে পাঁচটা -
আঁধারের প্রান যায় রোজ।
স্বপ্ন দেখা শেষ -
ঘুমের ঘোরে
মুখোমুখি সংঘর্ষে -
আলোর জিত।
সবাই পলাশীর যুদ্ধ দেখেছে,পড়েছে।
কত রক্ত ঝরে পড়েছে।
কত তো লড়াই হয়েছে জগতে।
জীবন মৃত্যুর দোলাচলে হাহাকার -
শুন্য দৃষ্টি মেলে স্বজনহারা।
কত বাতাস পচা গন্ধ বয়ে এনেছে।
ভুলে গেছি -
কত তাজা প্রান স্বাধীনতার যুদ্ধে হয়েছে বলি।
ভুলে গেছি -
কত শিশু যুবা বৃদ্ধ পুরুষ মহিলা ঝরে গেছে আততায়ীয়র হামলায়।
তাও ভুলে গেছি -
আরো কত স্মৃতি
রক্তাক্ত আলপনা এঁকেছে অক্ষরে খবরের কাগজে।
কেউ কি মনে রেখেছি?
রাখিনি।
কিন্তু এই আঁধার?
তার মৃত্যু যে প্রতিদিন-
তার স্বপ্নের মৃত্যু যে প্রতিদিন?
গভীর রাতে আঁধার বুকে করে যে স্বপ্ন আনে তার মৃত্যু যে -
হারিয়ে যায় জীবন থেকে চিরতরে।
সে যে দুমড়ে মুচড়ে যায় -
কানফাটা আর্তনাদে -
কে তার খবর রাখে?
★★★