সব খেলা শুরু
দেবপ্রসাদ জানা


এই ভাবেই সব খেলার শুরু হয়।
আগুনের গায়ে আগুনে লাগে,
রাতের সঙ্গে রাতের লড়াই -
অন্ধকার আরো অন্ধ হয়,
চোখের আলোতে গ্রহণ লাগে।
ভোরের আকাশে ফাগুনের বদলে-
আগুন আসে ধেয়ে।
পুড়িয়ে দেয় ভাবনার ঘর,
আশার অট্টালিকা।
নিয়তি হাসে নিভৃতে নীরবে।
এই ভাবেই সব খেলা শেষ হয়
নির্মল বাতাস হয় ঝড়।
সকালের সূর্য হয় আগুন।
কড়িকাঠে ধরে যায় উই-
পুড়ে যায় আকাঙ্ক্ষার আগুন।
হারিয়ে যায় ইতিহাসের -
সেলাই ছেঁড়া পাতা।
তবু বাসনার আগুন বাসন্তী রঙের,
ফাগুন আনে দেহে।
শূন্য থেকে শূন্য এর ভিতরে সে এক
অজানা বিপুল বিস্ময়।
মনের ভিতরে ভিতরে কঠিন ছদ্মবেশ।
সবটুকু জেনেছি নির্জনে।
কি জানি কেন যেন সব অজানাই থেকে গেল গভীর বিস্ময়ে।