।।সময় আসবেই।।
  দেবপ্রসাদ জানা
    ২৫.৬.২০২০


এতো হুড়োহুড়ি  কেন? কিসে এতো তাড়া?
হ্যাঁ যেতে তো হবেই - তাবলে এতো তাড়া?
সব পোকা গুলো যেন টগবগিয়ে হাঁটছে
জোছনার ঠোঁটে চুম্বন করে
জীবনের রেসকোর্স পেরিয়ে স্তব্ধতার দিকে।
ঐ এক পথ ধরে অনন্তের দিকে।
গোধুলির শিয়রে দাঁড়িয়ে।
এক লাইনে এক ছন্দে একের পর এক।
ওখানে সব সময়ের নিয়ন্ত্রণ।
সময়ের আগে কাউকে ঢুকতে দেয় না।
তুমি ভাবছো আগে গিয়ে জায়গা রাখবে
প্রিয়জনের জন্য?
না, তা হবে না।
সেখানে শৃঙ্খলা খুব দামি।
এখনই দাঁড়িয়ে সামনে ঝড় তুলে
টাল মাটাল নৌকায় জীবনটাকে ভাসিয়ে,
জীবনের বিপরীত মুখী স্রোত ঠেলে ঠেলে অনন্ত স্রোতের দিকে যাওয়ার এত আকুলতা?
লাইনে দাঁড়িয়ে পড়ার এত উন্মুখতা?
আরে বাবা ছাড় পত্র চাই।
ওখানে কেউ ঘুষ খায় না।
তাড়াহুড়ো করে গিয়ে হাতে টাকা গুঁজে দিলে
কাজ হবে না।
অযথা ওদের বিরক্ত করে লাভ নেই।
সতত প্রবাহমানতার কথা ভেবে পৃথিবীর শেষতম দিনে।
মহাপ্রলয়ের সন্ধিক্ষণে -
তোমার স্বমহিমাম্বিত রূপ দেখার জন্য বেঁচে থাকা।
তাই সাবধানে থাকুন, জনজমায়েত এড়িয়ে চলুন।