জাগ্রত হও উপেক্ষিত  নরনারী
অন্নহীন গৃহহীন  দেশহীন  
কি হতে চাও তোমরা?
সঙ্ঘবদ্ধ হও।
দেখছো না -
প্রথমে ওরা পৃথিবী কে ভাগ করেছে
স্থল আর জলে।
পরে কাঁটাতারের বেড়া দিয়ে স্থল।
তারপর মানুষ -হিন্দু মুসলিম সিখ ইসাই (ইসাবেল)
যে দেশের অন্নজল তোমার শরীর জুড়ে -
সে দেশের মাটি তোমার নয়।
ভাবো একবার।
কেন ভলতো এত ভেদাভেদ?
ধর্মের নামে জাতের নামে সুধু বজ্জাতি।
এখানে ওখানে এদেশ ওদেশ।
বুভূক্ষিত বিদলিত বিশ্বমানব দুর্বল হয়ে আর কতদিন?
সঙ্ঘবদ্ধ বদ্ধ হয়ে আজই দাবি কর
সমতা ফেরাও।