সংকটে পৃথিবী ।।


সংকটে আজ সাধের পৃথিবী
সংকটে আজ দেশ।
সংকটে আজ বন্যভূমি
সংকটের নেই শেষ।।


শুন্য আজি পানীয় জল
শুন্য ধরণী তল।
দিকে দিকে সব নিঃশব্দে
শুন্য করেছে জল।।


আরো কতদিন নিত্য করব
সাওয়ারের তলে দাঁড়িয়ে।
কতদিন আর পানীয় জলে
অনায়াসে যাবো মাড়িয়ে।।


নষ্ট হচ্ছে অমূল্য রতন
আর পাওয়া যে যাবে না
হাহাকার হবে দেশে আজ
সহিতে হবে যাতনা।


মরুভুমিতে পরিনত হবে
শষ্য শ্যামল ধরনী।
জীব শুন্য রুক্ষ ধরিত্রী
কেউ কবে না জননী।।


প্রখর রৌদ্র মাথার উপর
পৃথিবী টাকে যেন পোড়াবে।
সবুজ পাতা হলুদ হবে
মৃতের সংখ্যা বাড়াবে।।


অকালে ঝরবে বিশ্বভূবন
বনভূমি কই জানিনে।
বাঁচাও বাঁচাও মোদের জীবন
বাকি সব কিছু মানিনে।


এখনই যত বৃক্ষ আছে
বাঁচারে তাদের বাঁচা।
নইলে তোদের বাঁচাবে কেরে?
না কাকা, না চাচা।


জল অপচয় সব বন্ধ করো
জলের ভারি অভাব।
চারিদিকে আজ,করে হাহাকার
দরিদ্র থেকে নবাব।।


শুন্য আজি জল শুন্য
তৃষ্ঞায় প্রান যায়রে।
সোনার থেকে হবেরে দামি
তাও পাবি নে ভাইরে।।


  
======