।।শরৎ ডাকে।।
দেবপ্রসাদ জানা
১৬.১০.২০২০


তোমার হাসির রঙ,শ্বেত দুগ্ধ জাত।
তোমার হাসিতে স্নিগ্ধ,ভোরের সঙ্গীত
চোখে তোমার সবুজ অবুজ প্রভাত।
শিউলি বনে,তোমার রূপের ললিত।


নীল গোলাপ পাপড়ি, তোমার অধর-
মিষ্টি মিষ্টি হাসি হাসে। সাদা কাশ ফুল
প্রতিষ্ঠা করেছ তুমি দেহের উপর।
তারার গহনা গায়,কর্ণে মেঘ দুল।


বাতাস প্রেমের গন্ধ ছড়ায়। নীলাভ
আকাশ,নীল হারিয়ে,গেল বনবাস।
সোনালী ধান হারিয়ে সোনা,অরুণাভ।
তোমার গায়ে শারদ প্রভাতী বাতাস ।


এখন কেন শরৎ? মধুর আহ্বানে -
শরৎ আমায় ডেকো,দূর্গা বিসর্জনে।