একটা পোকা শিরদাঁড়া বেয়ে
ওপরে উঠে আসছে তিরতির করে।
উষ্ণ বারি ধারার মতো বেয়ে বেড়াছে
ধমনী থেকে ধমনী।
অক্ষিগোলক লাল বর্ণ -
ধেয়ে আসছে শিরা উপশিরায়-
শিরদাঁড়ায় পোকা-
কপালে উত্তাপ-
গ্রন্থিতে গ্রন্থিতে বেদনার পূর্বাভাস।
শিথিল হচ্ছে উত্তপ্ত দেহ।
প্রচন্ড উত্তাপে যেন কিরণ বিকশিত হচ্ছে।
হৃদয় বিদ্রোহ করছে এবার।
হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে।
প্রচন্ড উত্তাপের দিনে ও শীতল বাতাস লাগছে গায়।
সে আসছে -
সে আসছে
An insect rises head-to-head
with a spiral arrow.
Like a warm barrel,
it flows from the artery to the artery.
The occipital red color —
the vein coming up in the vein
sub-head — in the insect-
bladder is predicted to cause pain in the gut.
This time there is a rebellion.
The heartbeat is constantly increasing. -
In the heat of the day and
the cool breeze feeling the body
Come on -
Come on -
====