।।শেষ প্রহরী।।
দেবপ্রসাদ জানা
   ০৯.০১.২০২১


এক স্তব্ধতার ট্রেনে, চলছে জীবন।
মৃত্যুর ষ্টেশনে বাঁশি দিয়ে,থেমে যাবে-
কোনো এক দিন সন্ধ্যা বেলায়,মরণ।
সবটাই কি আমার?আমাকেই নেবে?


আজ পযর্ন্ত যা দিলে,কিছুই নিইনি।
আমার সবকিছুতে,তোমার ঠিকানা।
কিন্তু আমিতো দেখিনি,তুমিও দেখনি।
আমার অস্তিত্ব খুঁজে,পাওয়াও মানা।


কোথা গেলে খুঁজে পাই,আমার অস্তিত্ব?
কোন গ্রহ আছে সেই, স্বর্গদ্বার ঘিরে।
নরক কোথায়?কোন নক্ষত্রে প্রোথিত।
আত্মার নিগূঢ় ডাক, পাথর শরীরে।


আমার বাসনা যেন,চলে রক্তস্রোতে।
আমার ঠিকানা শেষ প্রহরীর হাতে ।