।।শেষবেলা।।
দেবপ্রসাদ জানা
  ১২.৮.২০২০


সন্ধ্যা প্রদীপের তেল ফুরিয়ে আসছে
হ্যাঁ মৃত্যুর কথা বলে ভয় দেখানোর
প্রয়াস করছে গুরু। দোসর ভাবছে
মন, মরণ আসুক মন ভোলানোর।


সেকি মৃত্যু হবে বন্ধু ! ভাবা যায় নাকি?
ভাবতে তো হবে দাদা, ঐ নাছোড়বান্দা
অবাধ্য বার্ধক্য এল,কিবা আছে বাকি?
অল্পতেই ঠান্ডা লাগা, বুকে বায়ুমন্দা


তবু প্রাণ নিত্যধারা, চন্দ্র সূর্য তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র গঞ্জনা ॥
তরঙ্গ মিলিয়ে যায়, হয় দিশাহারা ,
নাই ক্ষয়, নাই শেষ, আত্মার মন্ত্রনা


আছে মৃত্যু জীবনের বিরহ দহন
অনন্ত শান্তি আনন্দ,তাইতো মরণ   ॥