।।শেষপথ।।
দেবপ্রসাদ জানা
  ৩১.১২.২০২০


ঘড়ির কাঁটা ক্রমশ অলস অনড়,
দিন ফুরিয়ে আসছে,তবু মনে হয়।
একটা মিনিট যেন,একটা বছর,
প্রতিটা সকাল তাই,অক্ষয় অব্যয়।


ভোর হয় সন্ধ্যা হয়,প্রতিদিন চলে
অপেক্ষায় ধৈর্য্যহীন,হয়ে আছি আমি।
মনের দেয়ালে ঝোলা ঘড়িটাও বলে
ঠিক ঠিক ঠিক ঠিক,কোথা গিয়ে থামি?


কিছুক্ষণ আগে সূর্য গেছে অস্তাচলে
কিছুটা সময় ধার,দিয়ে গেছে মোরে
রূপোলী চাঁদের আলো,বেশ ঝলমলে
স্রোতস্বিনী নদী বহে, বুকে পড়া চরে।


সময়ের নোনা জলে,ঢুব দিয়ে আমি,
এইছিল শেষ পথ আর কেন থামি?