বড় অচেনা লাগছে পৃথিবীটা। ভেঙ্গে চুরে
অসুখে উত্তাপে ভাইরাসে বোধশুন্য।
একটা মহাপ্রলয়ের পরে ধ্বংসস্তুপ।
একটা হিমশীতল ঠান্ডা যুদ্ধ মনের গভীরে বাসা করছে।
প্রাচীন নিদর্শন গুলো হারিয়ে যাচ্ছে নীল অন্ধকারে
নীল কেন?
আসলে আঁধার আজকাল কালো হয় না।
সে লুকিয়ে থাকে আলোর ভেতরে। তাই নীল।
শিক্ষা সেও ঐ নীল আলোয় উচ্ছাসের উষ্ণতায়
গা ভেজাচ্ছে। পরিচিত অপরিচিত ফেরিওয়ালার
ঝুড়িতে।
এখন আবার অনলাইনেও ক্যাস অন ডেলিভারি।
আগে ক্যাস পরে প্যাকেট খুলতে হয়।
যদিও শিক্ষকের বিশ্বাসযোগ্য সিলমোহর করা।
ঠকবার চান্স একেবারে নেই বললে চলে।
একে তো লক্ ডাউন কোম্পানিতে তালা।
বসেরা সব দুই কানে কালা।
সরকার বাহাদুর বলেই খালাস সব ফ্রি।
দশম থেকে চতুর্থ,ওয়ান টু থ্রি।
চলছে পড়া অনলাইনে ওয়াট্স অ্যাপ ম্যাসেঞ্জারে
গোটা কয়েক প্রশ্ন আর তার সমাধান।
পরে তিন মাসের শিক্ষা দানের মজুরী চান।
অদ্ভুত কারিগরি বাঃ বারে শিক্ষা এসব কি?
দূর্যোগের দিনেও কেমন চালাকি।
খুব গোপনে শান্ত মর্মধ্বনি শিক্ষার ভেতরে চেতনার
নিঃশব্দ জোচ্চুরি।
বেকার জনতা মরো বাঁচো বের হও মুখে রুমাল বেঁধে।
ভাইরাসের থেকেও আরো বিপদ আসছে।
খালি পেটে জল খেয়েও স্কুলের ফিস্ ভরতে হবে।
অনলাইনে।
নইলে তোমার কন্যা তোমার পুত্র নেক নজরে থাকবে না।