।।শিক্ষার চক্করে।।
দেবপ্রসাদ জানা
   ২৩.৯.২০২০


কোথায় বিদ্যাসাগর?এসো একবার
পৃথিবী আজ গিয়েছে ভরে,অনিয়মে
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আবার ।
কেউ ভাবে না কারোর কথা,একদমে।


নিজের দখলে সব,সম্পদ রাখতে
মরিয়া হয়েছে সব,নিজেরই স্বার্থে
শিক্ষা দীক্ষা আদর্শের,মহাজন হতে
নৈতিকতা বোধ,বিক্রি হচ্ছে প্রচুরার্থে।


শিক্ষা নয় মানপত্র,ছাপা অক্ষরের
সরকারী ছাড়পত্র। তোমার শিক্ষিত
হওয়ার দৌড়পত্র। ছুট দে ঘরের-
বাইরে,নইলে বন্ধু,তুমি অরক্ষিত।


আদর্শ মানুষ গড়ে তুলতে হবে যে,
সাগর মশাই,তবে গড়বেই বা কে?