আমাকে আড়মোড়া করে
পেছনে হাত রেখে বেঁধে ফেলো তো এবার।
পিঠের ওপর পাথর চাপা দিয়ে রোদ্দুরে ফেলে দাও।
-কেন?
কেন মানে? জানো না?
আমার কলমের ধার তরবারি হয়ে গেছে -
সময়ে অসময়ে তোমাদের কে
কাটার জন্য মুখিয়ে থাকে।
না হলে আমার আঙুল গুলো কেটে দাও -
হাতের চেটো থেকে।
বুঝুক কেমন লাগে?
পিঠের চামড়াটা তুলে দাও
তারপর নুন দিয়ে ফেলে দাও
রোদে -
নাহলে, কলমটা দিয়ে কুচিকুচি করে কেটে নাও হাত দুটো।
বড় ঔদ্ধত্য বেড়েছে ওর -
শুধু সমাজ আর তার অসফলতা -
খালি রাজনৈতিক কপটতা।
ধনী দরিদ্র,ধর্ষন শিশু মৃত্যু -
এ সব কবিতা?
আরো কত শত বিষয় আছে লেখার।
ফুল আছে,পাতা আছে
আকাশ আছে, বাতাস আছে
নদী আছে, নদীর ওপর নৌকা আছে।
এ গুলো নিয়ে লেখো না যত পারো।
প্রেম,প্রেমিকা স্বপ্ন মেঘ আরো কত কি -
লিখবে না তা
শুধু কুটিলতা -
নাও নাও বেঁধে ফেলো
পাথর নাও,চাপা দাও -
মাঝ নদীতে ফেলে দাও -
তবেই শিক্ষা হবে -
===