।।শকুনির পাশা।।
দেবপ্রসাদ জানা
   ১৪.৯.২০২০


ধর্মরাজ যুধিষ্ঠির,তুমি কি জুয়াড়ী?
তাহলে কেন জুয়ার আসরে বসলে।
অধর্মের সাথে ধর্ম,অপটু আনাড়ি
বুঝলে না শকুনির চাতুরী,খেললে?


কাপুরুষের মতন,দেখেছ দাঁড়িয়ে।
ভরতি রাজসভায়, দ্রৌপদী হারালে।
পঞ্চ পাণ্ডব দেখিল,মূক অভিনয়ে।
শকুনির চক্রান্তের পাশা,অন্তরালে


আজো সেই সর্বনাশা,শকুনি কারণ
যুগে যুগে দেশে দেশে জুয়ার আসর।
বাজি রাখা গৃহবধু,করিছে হরন।
রাজরোগ রাজভোগ বড়ই আদর।


হায় পাঞ্চালি তোমার,ধর্মরাজ ধন্য
কূটনীতির পাশায় করেছিল পণ্য।।