।।শরীরের পরে প্রেম।।
     দেবপ্রসাদ জানা
        ১৫,৫,২০২০


কে বলে মনে প্রেম আসে?
যে বলে ভুল বলে।
তাই মনে হয় তোমার শরীরটাই প্রেম।
তোমার বুকের মাঝখানটায় ভালোবাসার খনি।
পাহাড়ি উপত্যকার মাঝে একটা সরু নদী।
বুকের আবরণটা সরিয়ে দিলে
বুকের হাড় গুলোর ওপর ভালোবাসার যুগলবন্দী।
যেন উন্মুক্ত পর্বতে উষ্ণ শীতল জোছনা।
ভালোবাসার স্ফুলিঙ্গ।
তার নিচে হৃদয়।


তাহলে দাঁড়াল কি?
আগে শরীর, তারপরে আসে হৃদয়।
ভালোবাসার গোপন কক্ষ।
আসলে কি জানো?
তোমার শরীরটা যদি বাঁকা সাপের মতো না হতো
তাহলে প্রেম হতো কি?
রাধা যদি কুমড়োর মতো?
কৃষ্ণ কি প্রেমে পড়তো?
হীর যদি কালো কুৎসিত হতো? রাঞ্ঝা প্রেমে পড়ত?
পৃথিবীর আদিম যুগ থেকে শুধু সুন্দরের খেলা।
প্রথমে শরীর পরে প্রেম।
ভালোবাসা ভালো লাগার প্রধান ও প্রথম শর্ত
শরীর।
বসন্তের রূপ সুন্দর প্রেম।
কোকিলের গলা সুন্দর প্রেম।
শরতের মেঘ সুন্দর প্রেম।
শীতের বরফ সুন্দর প্রেম।
আর গ্রীষ্ম? রুক্ষ রুদ্র ভয়ঙ্কর।
প্রেম আসে?
তখন তো তোমাকে জড়িয়ে ধরতেও ইচ্ছে হয় না।
আর তুমি বলো তোমার শুধু শরীর প্রেম নেই।


সাদা বিছানায় তোমার উন্মুক্ত শরীর সুন্দর প্রেম।
আকাশে চাঁদ সুন্দর প্রেম।
নীল আকাশে তারারা সুন্দর প্রেম।
সকালে ঘাষের ডগায় শিশির সুন্দর প্রেম।
তোমার কালো ঘন মেঘের মত কেশ সুন্দর প্রেম।
আদি অনন্ত যুগ থেকেই চলে আসছে প্রথমে শরীর
তার পর প্রেম।