।।শ্রমিক দিবস।।
দেবপ্রসাদ জানা
২,৫,২০২০
মে দিবস ! শ্রমিক দিবস?
ওরা কাজ বন্ধ করে,ছুটি নেয়।
গল্প করে,তাস খেলে,মদ খায়।
পেটে হাত দিয়ে।
আজ ভাত খায়। কিন্তু কাল?
কাল কি হবে?
কে দেবে এদের পেটে ভাত?
জীবনের কত দীর্ঘতম পথ এরা এই ভাবেই চলে।
কত দীর্ঘ জীবন এভাবেই ধূসর হতে হয়।
বিপ্লব জীবিত থাকবে চিরকাল।
খাদ্য অহ্নেশনের বিপ্লব।
এই অন্তহীন পথ কোথায় শেষ? মৃত্যু?
দিন আনা দিন খাওয়া মজুরের কি হবে ছুটি?
কে দেবে ছুটি? পেট?
কুয়াশার আড়ালে যে বিপ্লবের ফুল এরা ফোটায়
তা চলে যায় মহাজনের ঘরে।
ওরা কাজ করে করুক।
ওরা বিপ্লব করে করুক।
প্রতিদিন অর্ধপূর্ণ পেটে এরা বিপ্লব আনবে আনুক।
মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানায় জানাক। দোষ কি?
কিন্তু কি পাবে এরা স্মৃতি সৌধের সামনে দাঁড়িয়ে
জিন্দাবাদ বলে।