তোমরা বলো শিশু শ্রমিক
খেতে পায় না যারা।
সকালবেলা ব্যাগ কাঁধে
স্কুলে যায় কারা?
তোমরা বলো শিখতে হবে
নিতে হবে ভার।
মাথা তুলে দিচ্ছো না কি?
গন্ধমাদন পাহাড়।
তোমরা বলো পড়তে হবে
করতে হবে লড়াই।
তালে কেন দরদ এত
কেন করো বড়াই।
পেটের দায়ে লোকের কাছে
খেটে পয়সা পায়।
তোমরা যে সব বিনে পয়সায়
চাপাও নিজের দায়।
স্বার্থপর কি নয়কো তোমরা
লাইনে দাঁড়াও এসে।
বুঝি না কি? কিসের তরে
মারছ তারে পিসে।
মান হবে, খ্যাতি হবে,
লোকে দেবে তালি।
বোঝো না তো শিশুটাকে
খাটিয়ে মারছ খালি।
শৈশব টাকে শেষ করছো
পিঠে ব্যাগের বোঝা।
হোক না একটা সহজ মানুষ
সাদা সিধা সোজা।
চা ওলাও প্রধান মন্ত্রী
ভুললে চলবে না।
বাস কন্ট্রাকটর বিশ্বপিতা
কেন বলো না?
তবুও কেন শিশুটাকে
তাড়িয়ে নিয়ে চলো।
কিছু যদি হওয়ার থাকে
সেটাই না হয় পেলো।
ভদ্র সভ্য অভদ্ররাও
শিশু শ্রমিক বানাই।
নিজের স্বার্থে খাটিয়ে মারি
শিক্ষা বলে চালাই।
আড়াই বছর হলো না শিশুর
লেগে পড়ো কাজে।
শ্রমিক শিশু হয়ে ওঠো
বিদ্যে বোঝাই লজে।
কার বাড়িতে শিশুর এমন
শাষ্তি নেইকো বলো
তোমরা যে সব মহাজনের পো
আদায় করে চলো।
====