।।শ্যামাপোকা।।
দেবপ্রসাদ জানা
  ১১.১১.২০২০


শ্যামাপোকা গুলো রোজ,আলো চায়
আলোর ভিতরে আছে, মরণের ফাঁদ।
প্রতিদিন আলো তারে,কাছে যেন পায়,
জোছনা কহিল শ্যামা,তোর প্রেম চাঁদ।


শুনিল না শ্যামাপোকা,এত ভালো লাগা।
বুদ্ধু শ্যামার,আলোর নেশা, কবে যাবে?
পোকার জন্য আলোর,এই রাত জাগা।
প্রেমের আগুনে পোকা,পুড়ে ছাই হবে।


আমার ভালো থাকার গল্প বলি যাকে।
কখনো আঁধার পথে,রেখে হাতে হাত।
মনের আগুন শুধু, মরীচিকা ডাকে।
আলোর ভেতরে থাকে,মরণের রাত।


নষ্ট প্রেমে শ্যামাপোকা,করে আত্মদান,
প্রেমের আগুন তারে, দিলো বলিদান।