ষোড়শী নারী
সকলে চেয়েছে তোমাকে একান্তে।
সকলে দেখেছে তোমাকে লুকিয়ে।
প্রজন্মের পর প্রজন্ম তাকিয়ে
তোমার দিকে-
তোমার একটু ছোঁয়ায়
নিজেকে ধন্য করবে বলে
তোমার মেঘবরণ কেশ
তোমার গৌরবরণ তনু
তোমার কৃষ্ণ কালো আঁখি
তোমার গোলাপ পাপড়ি ওষ্ঠ
সব দেখেছে।
তোমাকে চেয়েছে গভীরে
আরো গভীরে।
তোমার স্বমহিভাম্বিত রূপ
আকর্ষণ করেছে বরাবর।
ইতিহাস শাক্ষি আছে
আজো তুমি সেই একই রকম
আকাঙ্ক্ষিত মায়া।
তুমি সেই ষোড়শী নারী।