কন্যা তোমার শশুরবাড়ি
পচা পাঁকের ডোবা।
কচুরীপানায় ভরা সেটা
শান্ত রাত্রি দিবা।
শশুর ঠাকুর কচুরীপানা
সদাই ভরা থাকেন।
নীলাভ রঙের ফুলের সারি
শুধুই ছবি আঁকেন।
সবুজ সচ্ছ জল শাশুড়ি
খুবই শান্ত ঢেউ।
চকচকে তার পুরো বদন
নাড়া দেয় না কেউ।
স্বামী তোমার পচা পঙ্ক
নরম তরল কাদা।
দাপাদাপি সহ না মোটে
মনটা সিদা সাধা।
লাফিয়ে তুমি পড়েছ সেথা
পচা ডোবার মাঝে।
দাপাদাপি কোরো না কন্যা
স্বামীর বুকে বাজে।
তোমার চাপে তরল স্বামী
ঘোলা করবে জল।
সংসারে রোজ অশান্তি রবে
ফুটবে না শতদল।
যত তুমি ধীর রবে,
কাটবে দিন ভালো।
অন্ধকার দূর হবে
ভরবে মনে আলো।
তুমি পড়েছ অন্য ডোবায়
সবাই নিজের ঘরে।
দাপাদাপির মাত্রা বাড়লে
জল ঘোলা করে।
লাজ লজ্জা মান অপমান
সবই তোমার নিজের।
চুপটি করে দিন কাটালে
মন্দ বলবে ওদের।
শশুর শাশুড়ি আদর করবে
স্বামী দেবে জান।
তোমার তরেই ফাগুন মাসে
ধরবে প্রেমের গান।
ভুলেও যেন অন্য ডোবায়
খবর দিও না কন্যা।
তোমার ডোবা ভরার আগে
হবে শ্রাবনি বন্যা।
সংসারের নাম পচা ডোবা
তোমার শশুর বাড়ি।
সেখান থেকে উঠে এলে
কাদায় ভরা শাড়ি।
সেই কাদাটা ধুতে ধুতে
জীবন হবে সারা।
সংসার নামক পচা ডোবা
প্রেমের বেড়ায় ঘেরা।
এইতো তোমার স্বাধীনতা
এইতো তোমার দেশ
স্বাধীন দেশে পরাধীন তুমি
এইতো তোমার শেষ।


===