।।সৌন্দর্যের টানে।।
  দেবপ্রসাদ জানা
    ২৫.৯.২০২০


দর্পণে দর্প করেই,হয়েছিল চুপ।
দেহের ভিতরে মন,দেহ তার ঘর।
মনের মন্দির দেহ,মন্দিরের রূপ,
ভালো নয় মন্দ হবে,বলে কারিগর।


সুন্দর চেহারা যার,বলে গুনীজন।
"মনের ভিতর মন,সাদা আর কালো,
কখনো কালোর দিন,বিষ সারাক্ষন।
সাদা মনে ঘর করে,জোছনার আলো"।


দেহজ সূষমা তার সৌন্দর্য প্রকাশ-
মনের সৌন্দর্যে হাসে,দেহের দেবতা।
তুষ্ট হয় কামদেব, দেহে করে বাস,
ক্রমেই মলিন হবে,দেহের ক্ষমতা।


আয়নাকে প্রেম করে,হয়েছি পাগল।
এতদিনে বুঝিলাম,মনের গরল।