সুন্দরবনে হারিয়ে গেলাম তিনদিন -
জল আর জঙ্গলে -
বাঘের খোঁজে -
প্রতিটা জঙ্গল দ্বীপ তন্ন তন্ন করেও -
তাকে পাবো কোথায়?
সহজ নাকি ?
জঙ্গলের ভিড়ের ভিখারীর মতো নিরাশ-
থমথমে নির্জনতা মিশে যাওয়া-
রৌদ্রোছায়ায় আলো আঁধারই পথে -
জলে জঙ্গলে-
এমনভাবে ঘুরতে ঘুরতে
যেন স্বর্গ থেকে মর্ত্যে  -
যেখানে যেখানে বনদেবির দেখা পেয়েছি -
চেয়েছি - প্রার্থনা করেছি-
হলুদ ডোরাকাটার-
সুন্দরী গাছের আড়ালে-
হেতাল গাছের জটলায়-
কাদায় কাদায়-
পলকহীন চোখ তারে খোঁজে -
নরনারীর আকুল প্রয়াস -
লাল রঙের কাপড় বাঁধা দ্বীপে-
খুঁজতে খুঁজতে টনটন করে চোখ -
নদীর জল সাগরের জল যেন এক হয়ে-
অবিশ্রান্ত বয়ে চলেছে যেন তারই খোঁজে -
খুব ইচ্ছে হল -
লাফ দিয়ে পড়ি দ্বীপের কিনারায়-
তার কান ধরে আনি -
সকলের সামনে-
======