।। শূন্যতার স্বপ্ন।।
দেবপ্রসাদ জানা
    ৭.১২.২০২০


বোধের ভিতরে বোধ,করে রাখে যত্ন -
যৌবনে দেখেছি স্বপ্ন,মিষ্টি এক বউ।
মনের ইচ্ছের ঘরে,উঁকি দিচ্ছে স্বপ্ন
হাতে হাত রেখে ঘর,ছাড়েনি তো কেউ।


দিগন্তরেখায় শশী,দেখি একফালি
হৃদয়াকাশে আনন্দ,মারছিল উঁকি,
আত্মহারা হয়ে,দুই সত্তা,চোরাবালি।
অন্তর্গামী শূন্যতার,সাদা স্বপ্ন দেখি।

নিস্তব্ধ গহীন রাতে,চলমান ঘড়ি-
টিক টিক,টিক টিক,কহে কত কথা,
জোছনা প্লাবনে স্নাত,শূন্য এই বাড়ি
সবুজ প্রান্তর মাঝে,শূন্যতার ব্যথা।


নিশ্চুপ মায়াবী স্বপ্ন,রাতের সোহাগী
চন্দ্রমল্লিকার বনে,জোছনা বিবাগী।