রাত হতে এখনো বাকি, জোছনা মাখা চাঁদ এখনো হাসছে।
সন্ধ্যার তারারা মেঘের আড়ালে উকি দিচ্ছে।
"তুমি এসো একবার লেকের ধারে।"


দুজনায় বসে দুদন্ড কথা বলে নেব একবার।
লেকের পাড়ে ঘাষের ওপর।
সূর্য গঙ্গার ঘাটে কিছুক্ষন।
তোমার হৃদয়ে জ্যোৎস্না ভরে দিতে।


একটু তোমাকে দেখব,
একটু আদর করে কাছে টেনে নেব এইবুকে।
তুমি বলো বন্ধুত্ব।
চাঁদের সাথে জ্যোৎস্নারও বন্ধুত্ব ছিল।
এখন প্রেম।  ভালোবাসা।


সন্ধ্যা তারারা উকি মারছে জোছনার পর্দা ঠেলে।
এক একবার মনে হচ্ছিল তোমাকে জড়িয়ে ধরি।
আজ খোলা চুলে খুব সুন্দর লাগছে।
সন্ধ্যা তারার আলোয়, রূপালী জোছনায়।
তোমার কথা গুলো মনে পড়ছে আবার।
বন্ধুত্ব তো?