।।সূর্য সাগরে।।
দেবপ্রসাদ জানা
২৫.১১.২০২০


সমুদ্রের পেট চিরে,সূর্য জন্ম নেয়-
নীলাকাশে মহানন্দে,পথ চেয়ে থাকে।
সাগরের ঢেউ তারে, কত দোলা দেয়,
বেড়ে ওঠে শিশু সূর্য,আকাশের বুকে।


শিশু সূর্য গায়ে দিয়ে,সোনার রোদ্দুর
বিপুল উল্লাসে খেলে,সাগরের সাথে
তুষারে ঢাকা পাহাড়,দেখিল যদ্দূর
কেন সূর্য হামি দেয়,সাগরের মাথে।


মনের গভীরে তাই,অভিমান তার
নবজাতকের হাসি,একা সাগরের?
বরফ চাদরে মোড়া,বলিছে পাহাড়
কুয়াশাই বন্ধু হোক,বহু বছরের।


মনে মনে জানে সূর্য ,খুব বেশি হলে।
কেটে যাবে অভিমান,কুয়াসা না হলে।