রঙিন কাগজে মোড়া একখানি
উপহারের বাক্স -
হার বা জিত
যেটাই থাকুক
এটা স্বাধীনতা -
চোদ্দই অগাস্ট রাত বারো টা
ঊনিশ শো সাতচল্লিশ -
ইংরেজ দয়াকরে উপহার টি
উপহাস -
হৃদয়ের ভালোবাসা
বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা।
ইতিহাস যাদের নাম করে
তাদের বাদ দিলে -
তুমি আমি আমরা যারা
নীরবে নিভৃতে আড়ালে
পথের ধারে,বাজারের গায়ে
প্রতিবাদ করেছি,
চাবুক খেয়েছি
গুলি খেয়েছি
মা বোনের ইজ্জত
তাও দিয়েছি -
ঐ রঙিন বাক্সটা খুলে
দেখেনি একবারও
স্বাধীনতা তাদের নাম করে কিনা?
না দেখেনি
ভয় !
যদি স্বাধীনতা আমাদের
নাম করে বসে তা হলে
ভাগ দিতে হবে যে -
তাই আমরা
অর্থনৈতিক, সামাজিক,
পরাধীন- আজ ও
তিয়াত্তরে ও-
কেন? কারন-
রঙিন বাক্সটা আজ ও
খোলা হয়নি।
খুলবে না কেউ।
===