ও দাদা কি খুঁজছেন?
আমার স্বাধীনতা হারিয়ে গেছে।
খুঁজে দেবে ভাই?
এখন শুধু মনে পড়ে,
আমার এই হাতে
ছোট্টো খুদি -
ক্ষুদিরাম গো
চেনো তো?
মনে আছে?
সেই ফাঁসিকাঠ
ইংরেজের হাট,
প্রফুল্ল চাকি?
সিধু কানু?
ডহর বাবু?
আরে নারে বাবা
ডহর বলে কেউ নেই।
বিনয় বাদল দীনেশ?
নেতাজী সুভাষচন্দ্র?
তাকে নিশ্চই ভোলোনি?
মনে পড়ে?
মনে পড়ে
রক্তের ধারা কেমন ছিলো-  
সেসব কথা মনে পড়ে?
কালাপানি?
মনে পড়ে, সূর্যসেন
মাষ্টার দা কে
তোমার কথা মনে করে
একদিন গভীর রাতে
তোমার আমার হাতে
স্বাধীনতা কে তুলে দিয়েছিল।
আমি আমার টা হারিয়েছি।
খোঁজো না ভাই একটু
তোমার টা আছে তো?
মনে পড়ে  
তার মুখ,
আছে -
আছে বৈকি
স্বাধীনতা তো?
খোঁজো না ভাই
তোমার বাড়ির ভেতর-মহল,  
তোমার উঠোন,
আকাশে মেঘের কোলে
বাঁশ বাগানে,
নন্দী গ্রামের মাঠে
সিঙুর ময়দানে -
এসপ্লানেডের ভীড়ে।
এখন তো একটু বৃষ্টি হচ্ছে
পরে একটু খুঁজে দেখো ভাই
  
======