একটা স্বপ্ন হাতছানি দেয় প্রতিদিন -
নীলাকাশের বুকে রোজ স্বপ্নডানা মেলে উড়িয়ে নিয়ে যায়।
অচেনা এক দেশে-
নাম না জানা কতক গুলো মুখ,তবু বড় চেনা লাগে।
দূর পাহাড়ের গুহা থেকে একটা কন্ঠস্বর মোহিত করে।
ছবির মতো একটা শহর।
আমি ধুসর মলিন বেসে যেন এক ছেঁড়া ক্যানভাস থেকে
উঠে আসা এক -
ধুলোমাখা অগোছালো চিত্রকর।
শুকনো প্যালেটটায় তুলির খোঁচা মেরে মেরে -
হালকা হিমেল বাতাস লাগছে গায়।
স্বপ্নের চাদর খানা জড়িয়ে নি
উষ্ণ দেহটার ওপর।
কি দেখাতে চায় স্বপ্নপরী?
আমরা কত অগোছালো?
আমি পরিহাসের পাত্র?
আমার শহরের কোলাহল আমি চাপা দিতে চাই -
এই নির্জন শহরে।
শহরের কোলাহল,
শহরের আবর্জনা,
শহরের ধুলিকনা,
আর পলিউশন যেন আমার পিছু নিয়েছে স্বপ্নের পথ ধরে।
যান্ত্রিকতায় বাস্তবের ষড়যন্ত্রে
আমি বিবর্ণ।
স্বপ্নের শহর যেন হাসছে -
===