।।স্বপ্নে পাওয়া স্বপ্ন।।
   দেবপ্রসাদ জানা
     ২২.০১.২০২১


দিনের প্রহরগুলো, রাখি তার জন্যে।
রাত্রি গুলো সব থাক,আমার গলিতে।
ভীষণ আঁধার ঘেরা,নিশীথ অরন্যে।
ঘুরতে ঘুরতে স্বপ্ন,আমার বাড়িতে।


রূপ কথার কাহিনী,যৌবনের ঘরে।
সারারাত খোঁজে সেই,চাঁদের বুড়িকে।
রাজকন্যা,রাক্ষসের কবলেও পড়ে।
সোনারূপোর কাঠিটা,খাটের দুদিকে।


শিশু মনের স্বপ্নটা,কে না ভালোবাসে?
অন্ধকার জোছনার,নীল নীল আলো,
নীলাভ জোছনা তার,মুখ হতে আসে,
ধরতে গিয়ে সহসা,ঘুম ভেঙ্গে গেলো।


ভোরের শিশির মেখে,সূর্য যেন হাসে।
সত্যি হওয়ার স্বপ্ন,ভোর বেলা আসে।